আমনের বাম্পার ফলন, ভালো দামের প্রত্যাশা কৃষকের

November 29, 2023
Image

এ বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে নীলফামারীতে। জেলার ছয় উপজেলায় ফসলের মাঠজুড়ে এখন শুধু ধান আর ধান। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ভালো ফলন হয়েছে। ভালো দাম পেলে কৃষকরা এবার লাভবান হবেন বলে আশা করছেন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্র জানায়, জেলায় এবার এক লাখ ১৩ হাজার ১৭২ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। আর গত বছর চাষ হয়েছিল এক লাখ ১৩ হাজার ১০৫ হেক্টর জমিতে। এবার বেশি আবাদ হয়েছে ৬৭ হেক্টর জমিতে। জেলায় চলতি মৌসুমে ইতোমধ্যে ৫০ হাজার ৭৯৫ হেক্টর জমির আমন ধান কাটা হয়েছে।

সূত্র জানায়, বিভিন্ন জাতের আমনের মধ্যে উফশি ৯১ হাজার ২৬৬ হেক্টর, স্থানীয় জাত ৩৪৩ হেক্টর এবং হাইব্রিড ২১ হাজার ৫৬৩ হেক্টর জমিতে চাষ হয়েছে। স্থানীয় কৃষকরা জানিয়েছেন, আগামী ১৫ থেকে ১৬ দিনের মধ্যে মাঠের ধান কাটা শেষ হবে। ধান থেকে চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ লাখ ৫৩ হাজার ৪২৮ মেট্রিক টন।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম জানান, প্রাকৃতিক দুর্যোগের পরেও গত দু-তিন বছরের তুলনায় এবার ধানের বাম্পার ফলন হয়েছে। গত আমন মৌসুমের তুলনায় এবার বেশি আবাদ হয়েছে ৬৭ হেক্টর জমিতে। চলতি মৌসুমে এখন পর্যন্ত ৫০ হাজার ৭৯৫ হেক্টর জমির আমন ধান কাটা হয়েছে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যে সম্পূর্ণ ধান ঘরে তুলতে পারবেন কৃষক।

পূর্ববর্তী পোস্ট
ব্যাংকের জন্য ৩১ অডিট ফার্মের তালিকা প্রকাশ
পরবর্তী পোস্ট
কনটেন্ট নির্মাতাদের স্বপ্নপূরণের সুযোগ

Related Posts